ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে মো. ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. ওমর ফারুক একটি ব্যাটারিচালিত রিকশায় করে তেলের জারকিনের ভেতরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল তাকে আটক করে এবং তার রিকশা ও দেহ তল্লাশি করে ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ১৩ হাজার ৪০০ টাকা। ২০২০ সালের ২৬ আগস্ট আনুমানিক রাত ৮টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ ধর্মগড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিনই জব্দ তালিকা প্রস্তুত এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর রাণীশংকৈল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজিম উদ্দিন বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা রুজু করেন এবং আদালতে আসামির জবানবন্দি নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(গ) ধারায় এই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালত। রায়ে বলা হয়েছে, আসামি ওমর ফারুকের ইতিমধ্যে ভোগ-কৃত হাজতবাস ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারার বিধানমতে মূল সাজা থেকে বাদ যাবে। এছাড়াও একই মামলার অপর আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্র-পক্ষের আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে নির্দোষ হিসেবে খালাস দেয়া হয়েছে।

[wps_visitor_counter]