শিবগঞ্জে গাছ কাটার অভিযোগে ১জন গ্রেফতার

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৩ , ৮:০৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে মেহগনি গাছ কর্তনের অভিযোগে হামলা, মারপিট ও আহতের ঘটনায় আবদুল হামিদ (৬৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি পৌর এলাকার শেখটোলা মহল্লার মৃত নওশাদ আলীর ছেলে। এর আগে শুক্রবার ইমরান আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ৮-১০ জনের একটি দল ইমরানের বসতবাড়ির জমিতে ঢুকে মেহগনি গাছ কর্তন করতে শুরু করেন। এ সময় ইমরানের মা এমালী বেগম (৫০) ও বোন জোহরা বেগম প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন। পরে চাচা ইসমাইল ও চাচী আইরিন বেগমকেও আহত করা হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, রবিবার দুপুরে শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি আবদুল হামিদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

[wps_visitor_counter]