র‍্যাব পরিচয় দেয়া প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ

প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৩ , ৭:৪৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার ভোলাহাটের জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড় কালিনগর গ্রামে চাঁদাবাজি করার সময় একজন ভুয়া র‍্যাবকে গ্রামবাসী আটক করলে বাকী দু’জন পালিয়ে যায়। আটককৃতকে ভোলাহাট থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। স্থানীয় গ্রামবাসীরা জানান, ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৩জন ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ওমরপুর চামা গ্রামের মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২২), একই উপজেলার শ্যামপুর বাজিতপুর বাহাদুর মড়লেরটোলা গ্রামের মোঃ আতাউরের ছেলে মোঃ ইজাজ আলী(পিংকু)(৩০) ও একই গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সিজার আলী সিজু (১৮) নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে এক মাদক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করেন। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তরিকুল ইসলামকে আটক করেন। বাকী দু’জন সুযোগ বুঝে পালিয়ে যান। পরে গ্রামবাসী আটক তরিকুলকে ভোলাহাট থানায় সোপর্দ করেন। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে। ভোলাহাট থানার ওসি(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সেলিম রেজা চৌধুরী জানান, এ ঘটনায় দু’জনকে পলাতক দেখিয়ে থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

[wps_visitor_counter]