বিরামপুরে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর রেল স্টেশনকে আধুনিকায়ন প্রকল্প মোতাবেক কার পার্কিং এর স্থান নির্মাণের জন্য মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রেলের মালিকানাধীন জায়গাতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিরামপুর রেল স্টেশন মাষ্টার মোজাম্মেল হক বলেন, বিরামপুর রেল স্টেশনকে আধুনিকায়নের কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে কার পার্কিং তৈরির কথা রয়েছে। কিন্তু কয়েকটি স্থাপনার কারণে কার পার্কিং কাজ শুরু করা যাচ্ছিলোনা। সেই জায়গা ফাঁকা করণের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামান ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে রেল পুলিশ ও বিরামপুর থানা পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে পৌর সভার পানি সরবরাহ কেন্দ্র, ৪টি দোকান, একটি গোডাউন ও ২টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

[wps_visitor_counter]