দুর্বৃত্তদের মারধরে আহত কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে ওয়াজ মাহফিলে বখাটের হাত থেকে ভাগনেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত কলেজ ছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত নওশাদ আহমেদ বাপ্পি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার বেলা ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়। বুধবার (০১ ফেব্রুয়ারি) লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল গিয়ে বখাটেদের হাত থেকে ভাগনেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয় কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্বে গিয়ে বাপ্পি কাজ করছিল। পরে ওয়াজ চলাকালীন সময়ে রাত ৯ দিকে দুর্বৃত্তরা ওয়াজ মাহফিলে থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হয় বাপ্পি। স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পি। নিহত কলেজছাত্রের চাচা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যার আগে বাপ্পি প্রাইভেট পড়ে আমার দোকানে খাতা কলম রেখে যায়। পরে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজও করে। সেখানে রাত ১০টার দিকে বাগ বিতণ্ডার জেরে তার এক ভাগনেকে বেশ কয়েক বখাটে মারধর করে। সে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়। এসময় বখাটেরা সংঘবদ্ধ হয়ে তাকেও মারধর করে কলেজের শহীদ মিনার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে বাপ্পি মারা যায়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

[wps_visitor_counter]