বেগমগঞ্জে প্রকাশ্য দিবালোকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কাজিনগরে প্রকাশ্য দিবালোকে রাহাজানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে কাজিনগর হানিফের একা বাড়িতে এ ঘটনা ঘটে। মুখোশ পরা একদল অপরাধী ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে একা থাকা যুবতীকে চোখ মুখ ও হাতপাঁ বেঁধে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আাসলেও এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি। ভুক্তভোগী মৃত হানিফের স্ত্রী ফাতেমা বেগম জানান, সকালে অসুস্থ আত্মীয়কে দেখতে নাতনী মহিমা আক্তার তিশাকে(১৬) ঘরে একা রেখে পরিবারের সবাই পাশের দক্ষিণ নাজিরপুর গ্রামে যান। এ সুযোগে মুখোশ পরা একদল অপরাধী কৌশলে ঘরে ঢুকে তিশাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রক্ষিত নগদ ৭০ হাজার টাকা, ৫টি স্বর্ণের আংটি ও এক জোড়া কানের-দুল সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আধা ঘণ্টা পর তারা এসে দেখের ঘরের খাটের সাথে নাতনী বেঁধা অবস্থায়, ঘরের সব কিছু এলোমেলো। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় ওই এলাকার জনমনে বর্তমানে আতংক বিরাজ করছে। কয়েকজন এলাকাবাসী জানান, বর্তমানে কাজিনগর ও আশপাশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অবাধে মাদক ব্যবসাসহ কিশোর গ্যাং অপরাধ প্রবণতা বেড়ে গেছে। স্থানীয় ইউপি মেম্বার ফখরুল ইসলাম বলেন, কাজিনগর গ্রামে ৪-৫জন চিহিৃত মাদক ব্যবসায়ীকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে এবং তাদের আইনের হাতে সোপর্দ করা হলেও পরবর্তীতে তারা জামিনে এসে আবারও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড শুরু করে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

[wps_visitor_counter]