পরিবেশ অধিদপ্তরের নোটিশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হুমকি

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ১১:৫৩ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জুড়ীতে পরিবেশ অধিদপ্তরের নোটিশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক জালালুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জুয়েল রানাসহ অজ্ঞাত আরও ৩/৪ জনদের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ দিন সন্ধ্যায় জুড়ী থানায় জুয়েল রানার বিরুদ্ধে জিডি ( জিডি নং- ৩৪৭ তারিখ: ৮/২/২০২৩ ইং) করেছেন ভুক্তভোগী সাংবাদিক জালাল। সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে সাগরনাল ইউনিয়নের ৩ ব্যক্তিকে এনফোর্সমেন্ট নোটিশ প্রদান করে। এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের জের ধরে ৮ ফেব্রুয়ারি বিকেলে জায়ফরনগর ইউপির ভোগতেরা-কালীনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েল রানা (৩৫) ও অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে জুড়ী উপজেলা ডাকঘরের সম্মুখে সিএন্ডবি রোডে জালালুর রহমানের চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর কারণ জিজ্ঞাসা করিলে রুবজান বেগমের বাড়ীর মাটি কাটায় নোটিশ কেন করা হলো এর জবাব এবং উচিত শিক্ষা দেয়ার কথা বলে মেরে ফেলার হুমকি দেন।

[wps_visitor_counter]