বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানকে জরিমানাসহ ২টি কারখানার কার্যক্রম বন্ধ

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৯:৩৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ দূষণের দায়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ৯টি যানবাহনকে ২৬ হাজার ৫ শত টাকা এবং ৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানাসহ ২টি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে মঙ্গলবার ঢাকা মহানগরের চকবাজার, ডেমরা, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এ সকল প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বায়ুদূষণের দায়ে ১টি স্টিল মিলকে ২ লাখ টাকা, মানমাত্রাতিরিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ১টি যানবাহন হতে ৫ হাজার টাকা এবং নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৮টি যানবাহন হতে মোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ডেমরা এলাকায় বায়ুদূষণের দায়ে ২টি অ্যালুমিনিয়াম বার তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া চকবাজার এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান হতে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

[wps_visitor_counter]