ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৩ , ১১:৩০ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে জেলার ধামইরহাট থানা এলাকার উত্তর চক রহমত বর্ডার এলাকা থেকে ২০৪ বোতল ফেনসিডিলসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে ৫টায় জেলার ধামইরহাট থানা এলাকার উত্তর চক রহমত বর্ডার এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেনসিডিল, ২টি মোবাইলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, জেলার ধামইরহাট থানা এলাকার উত্তর চক রহমতের মৃত আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (৫৬), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৫) ও বাপ্পি(১৮)। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

[wps_visitor_counter]