অবৈধ বালাইনাশক বিক্রি ও বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

প্রকাশিত : মার্চ ১, ২০২৩ , ১১:১৭ অপরাহ্ণ

প্রতিকি চিত্র।

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে ধুলাউরি বাজারে বুধবার সকালে অভিযান চালিয়ে মেসার্স আক্তারুল ট্রেডার্সের প্রোপাইটর আক্তারুজ্জামান নামে এক জনকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা এবং অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৪০ ধারায় এই দণ্ড প্রদান করেন। এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম ও উপ-সহকারী কৃষি অফিসারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকদের ভেজাল বালাইনাশক এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি না করার জন্য সচেতন করা হয়।

[wps_visitor_counter]