ধর্ষণ চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা

প্রকাশিত : মার্চ ৪, ২০২৩ , ১১:৩২ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বড়লেখা “বোবারথল”(ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননীকে শ্লীলতাহানি ও জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ ) বিকেলে বোবারথল এলাকায় বয়োবৃদ্ধ আব্দুর নুর এর সভাপতিত্বে ও সাব্বির হোসেন ইসমত এর সঞ্চালনায় ২ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভুক্তভোগীর স্বামী, বেগম বিবি, আমিনা বেগম, নাজমা বেগম, আনই মিয়া, মনু মিয়া, আব্দুল্লাহ, জামাল উদ্দিন, বলু মিয়া, রুবেল আহমদ, ফারুক হোসেন, রাজু আহমদ, আব্দুস ছবুর, জাকির হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বোবারথল এলাকার প্রায় ২শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তার উদ্দেশে স্থানীয়রা বলেন, আমরা এলাকায় নিরীহ জনগণ। ভুক্তভোগী পরিবার অসহায়। নিরপেক্ষ তদন্ত ও সাক্ষী গ্রহণ করুন। ন্যায় বিচারের স্বার্থে কারো ইশারায় প্রভাবিত হবেন না। আমরা এ ঘটনায় ন্যায় বিচার কামনা করি। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় “বোবারথল” (ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননী‘র বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা ও তাকে শ্লীলতাহানির চেষ্টা‘র অভিযোগ উঠে। পরদিন, ১৩ ফেব্রুয়ারী ভুক্তভোগী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ ঘটনায় রাশেদুল ইসলাম-গংদেরকে দায়ী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

[wps_visitor_counter]