রাস্তায় নির্মিত অবৈধ গেট অপসারণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন

প্রকাশিত : মার্চ ১৩, ২০২৩ , ১২:০২ পূর্বাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর এলাকায় সরকারী খাস খতিয়ান-ভুক্ত রাস্তায় নির্মিত অবৈধ গেট অপসারণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। শনিবার (১১ মার্চ) মৌলভীবাজার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা‘র নেতৃত্বে রিপন চৌধুরী‘র নির্মানকৃত গেট বুলডোজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন, মৌলভীবাজার মডেল থানার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সার্ভেয়ার মোঃ জসিম, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জামাল। এ সময় রোমান চৌধুরী, সাব্বির চৌধুরী, মাছুম চৌধুরী, খছরু চৌধুরী, সানি চৌধুরী, ইমন চৌধুরী ও নাহিদ চৌধুরী সরকারী কাজে বাঁধা সৃষ্টি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাসিরপুর এলাকায় জনসাধারণ এর চলাচলের রাস্তায় রিপন চৌধুরীর বসতবাড়ির গেট নির্মাণকাজ শুরু করলে স্থানীয় এলাকাবাসী বাঁধা সৃষ্টি করেন। কিন্তু নির্মাণ বন্ধ না করায় মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসনের সার্ভেয়ার মোঃ জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

[wps_visitor_counter]