নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : মার্চ ২৩, ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের সামনে আল আমিন (৩৫) নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা রমজান আলী (৭০) গুরুতর আহত অবস্থায় বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতক মাজহারুলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক মাজহারুল একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রমজান আলীর ছেলে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘর থেকে আল-আমিন ও তাঁর বাবা রমজান আলীকে ডাক দিয়ে বের করে একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে মাজহারুল। আল-আমিন ঘর থেকে বের হতেই মাজহারুল তার হাতে থাকা রামদা দিয়ে এলোমেলোভাবে কুপিয়ে আল-আমিনকে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় বাবা রমজান আলী বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজহারুলকে জনতা আটক করে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]