হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : মে ২২, ২০২৩ , ৭:০৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মাজিদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা মোড় এলাকার মমিনুল ইসলাম বাবুর পেট্রোল পাম্পের সামনে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল রাত ৯টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে বিভিন্ন পলি-ব্যাগে থাকা ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় সিপিএসসি র‌্যাব-৫ এর উপ-পরিদর্শক (এসআই) শ্রী নিবাস মিস্ত্রী রায়হান বাদী হয়ে পরদিন ১৩ জুলাই নাচোল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী লালন কুমার দাস একই বছরের ১৪ জুলাই তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার (২২ মে) দুপুরে আদালতের বিচারক মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে এই রায়ে দণ্ডিত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র-পক্ষের আইনজীবী রবিউল ইসলাম।

[wps_visitor_counter]