ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ)
জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনাক্রমে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন। সকলের সদয় অবগতির জন্য বিষয়টি জানানো হলো।
এর আগে দেয়া আপিল বিভাগের চেম্বার কোর্ট ও সীমিত পরিসরে হাইকোর্টের বিচার কার্যক্রম চলবে সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করা হয়েছে।