চুয়াডাঙ্গায় কলেজ সভাপতির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত : জুন ১৫, ২০২২ , ৫:৪৯ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অধ্যক্ষ-শিক্ষকদের সাথে অসদাচরণ ও অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গা তেতুল শেখ কলেজের সভাপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং সড়ক অবরোধ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার ও কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা তেতুল শেখ কলেজের সভাপতি আব্দুল্লাহ শেখ, কলেজ অধ্যক্ষ মারফুল হক ও শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এছাড়াও নানা অনিয়মের অভিযোগ রয়েছে সভাপতির বিরুদ্ধে। এরই প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং সড়ক অবরোধ করে। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক-শিক্ষার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে দাবী পূরণের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

[wps_visitor_counter]