চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের জনবসতি এলাকায় বিদ্যালয় স্থানান্তরের দাবি

প্রকাশিত : জুলাই ৭, ২০২২ , ৬:৪২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চরাঞ্চলের নদী ভাঙ্গন কবলিত পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয় জনবসতি এলাকায় স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকার শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সীমানায় দক্ষিণপাঁকা গ্রামে ১৯৪৯ সালে দক্ষিণপাঁকা, বাবলাবোনা, দিঘোলটোলা, ছোটলম্পট, মোল্লাটোলা, নারায়নপুর, সূর্যনারায়নপুর ও দেবীপুর অঞ্চলের মানুষের নিরক্ষরতা দূরীকরণের জন্য পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এদিকে, ১৯৫৪, ১৯৫৬, ১৯৯৫ সর্বশেষ ১৯৯৮সালে বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙ্গনের কবলে পড়ে এবং ১৯৯৮সালে ভাঙ্গনের পর বিদ্যালয়টি দক্ষিণ পাঁকা ও নারায়নপুর সীমানায় স্থানান্তর করা হয়। বর্তমানে নদী-ভাঙ্গন অব্যাহত থাকায় ও বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে বিদ্যালয়টি আবারও ভাঙ্গনের আশংকায় রয়েছে। তাই ভাঙ্গনে বিলীন হওয়ার আগেই বিদ্যালয়টি প্রাইমারি স্কুল সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় স্থানান্তর করা প্রয়োজন বলে এলাকাবাসী দাবি তুলেছেন। সম্প্রতি বিদ্যালয়টি স্থানান্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করেন কিন্তু তদন্তটি সঠিক হয়নি দাবি করে এলাকাবাসী পূণঃ তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। এলাকাবাসীর দাবি, পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ২১৬জন। দক্ষিণপাঁকা নিশিপাড়ার বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬২জন এবং দক্ষিণপাঁকা গ্রাম হতে ভাঙ্গনের কারণে ৮৪জন ছাত্র-ছাত্রী নিশিপাড়া গ্রামে স্থানান্তরিত হবে। কিন্তু প্রধান শিক্ষকসহ একটি স্বার্থান্বেষী মহল এলাকার মানুষসহ ছাত্র-ছাত্রীদের মতামতকে উপেক্ষা করে বিদ্যালয়টি দক্ষিণপাঁকা নিশিপাড়ার পরিবর্তে উত্তরপাঁকার নামো বিশরশিয়া নামক স্থানে স্থানান্তরের চেষ্টা করছে, যেটা চরপাঁকা উচ্চ বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা। এই স্থান হতে আধা কি. মি দূরে চরপাঁকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ-পূর্বে নারায়নপুর আলিয়া মাদ্রাসা ও এক কি.মি দূরে নারায়নপুর মহামুদুল্লাহ মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় অবস্থিত। এদিকে একটি সূত্র জানায়, পদ্মা নদীর ভাঙ্গনের কারণে বিদ্যালয়টির পার্শ্ববর্তী অধিকাংশ মানুষ দক্ষিণপাঁকা নিশিপাড়ায় স্থান্তরিত হচ্ছে। সেখানে প্রায় ৫হাজার মানুষ বসবাস করেন। কিন্তু সেখানে ৩টি সরকারি ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে প্রাথমিক পাশ করার পর উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য প্রায় ৫কি.মি দূরে শিক্ষার্থীদের পাঁকা নারায়নপুর ও চরপাঁকা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। তাই কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয়টি দক্ষিণপাঁকা নিশিপাড়ায় স্থানান্তরের দাবি করে আসছেন এলাকার মানুষ। সূত্রমতে, বিদ্যালয়টি নতুন স্থানে স্থানান্তরের জন্য ১.০২একর জমি দান করতে এলাকার জনৈক রুবেদা বিবি প্রস্তুত রয়েছেন। এমতাবস্থায় পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয়টি দক্ষিণপাঁকা নিশিপাড়ায় প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন।

[wps_visitor_counter]