ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষানুরাগী নির্বাচিত

প্রকাশিত : আগস্ট ৮, ২০২২ , ৬:২৮ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: লাইফ শাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও মিজানস আইএলটিএস মৌলভীবাজার এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নে অবস্থিত ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে “শিক্ষানুরাগী” নির্বাচিত হয়েছেন। সোমবার ৮ আগস্ট দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুল মোস্তফার পরিচালনায় ৯সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির মতামতের ভিত্তিতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফজলুর রহমানের সমর্থনে মোঃ মিজানুর রহমান শিক্ষানুরাগী পদে নির্বাচিত হন। সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ড কর্তৃক বিধি মোতাবেক স্কুলের উন্নয়নকল্পে একজন শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করার নির্দেশ মতে মোঃ ফজলুর রহমান ফজলু ও মোঃ মিজানুর রহমান দুই জন একই পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেন। এক পর্যায়ে ৫নং কালাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মতলিব প্রতিদ্বন্দ্বিতা-কারী ফজলুর রহমান ফজলুকে উদ্দেশ্য করে বলেন- মিজান তোমার বয়সে ছোট। তাকে ছাড় দেওয়া উচিত। তুমি আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হবে। যেহেতু ৩বার কনটেস্ট করে ২য় স্থান অধিকার করেছো। চেয়ারম্যান এর প্রতি শ্রদ্ধা রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমানকে সমর্থন করেন এবং উপস্থিত সকলেই তার এই ত্যাগ করাকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানান। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আলাউর রহমান তবারকসহ কমিটির সদস্য ও অন্যান্য শিক্ষকমন্ডলী সভায় উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]