জাতীয় গ্রন্থাগারের অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত : আগস্ট ১৭, ২০২২ , ৯:৩৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে ‘অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার।

[wps_visitor_counter]