চাঁপাইনবাবগঞ্জ ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২২ , ৮:৫৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. গোলাম কবির। দশম শ্রেণিতে পড়া তার মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী একই বিদ্যালয়ের শিক্ষার্থীকে অফিস কক্ষে কক্ষে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের মুখে গ্রেফতার এবং সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের সত্রাজিতপুরে স্কুলের গেটের রাস্তা অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ থাকে ২ ঘন্টা। শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট মহাসড়কে এলাকাবাসীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি এবং ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয় শিক্ষার্থীসহ স্থানীয়রা। পুলিশ ক্রীড়া শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়। প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম দাবী করেন, তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। বাকী পদক্ষেপ প্রশাসন নিবেন।

[wps_visitor_counter]