বাংলাদেশ-ভারতের অটুট বন্ধনে ঝিনাইদহে লোক সংস্কৃতি উৎসব সম্পন্ন

প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২২ , ২:৪১ পূর্বাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সত্য যেথা সমাদৃত বাংলাদেশ-ভারতের অটুট বন্ধনে ঝিনাইদহে লোক সংস্কৃতি উৎসব ২০২২ সম্পন্ন হয়েছে। গনগঙ্গা লিটল ম্যাগাজিন পত্রিকা পরিষদের আয়োজনে এবং ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী,প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সংস্কৃতি উৎসবে বিশেষ আলোচক ও অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, ভারতের পশ্চিমবঙ্গ পুরুলিয়ার শিক্ষক, সাহিত্যিক ও গবেষক ডঃ দয়াময় রায়, ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মনোজ কান্তি মণ্ডল ।ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনায় অংশগ্রহণ করেন,গনগঙ্গা লিটল ম্যাগাজিনের সম্পাদক দিলীপ ঘোষ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গরিব কবি গুলজার হোসেন। লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এপার বাংলা ওপার বাংলা অভূতপূর্ব অবদান এক আত্মার সেতু বন্ধন সম্পূর্ণ নতুন দের সামনে থেকে বলার সাহস ভালোবাসা নিরন্তর পথচলার বিকশিত আলোই ভারতীয় অতিথি বৃন্দদের সাথে নিয়ে গান কবিতা নৃত্য সবান্ধবে উপভোগ করেন এ জেলার মানুষ। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাতে হাজারো লোকের সমাগম আর প্রাণের উন্মাদনায় বর্ণিল হয়ে ওঠে লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠান। ঐতিহ্যবাহী লোকগানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। গানের সঙ্গে চলতে থাকে গণ ধামাইল। আলোচকবৃন্দ বলেন,বাংলার লোক সংস্কৃতির ভাণ্ডার বহু বিস্তর। না চিনলে চিরকাল তা অব্যবহৃতই হয়ে থাকবে। লোক সংস্কৃতির উপাদানগুলি শুধু মাত্র লিখিত ও পাঠ্য নয়। আসলে আমাদের প্রাত্যহিক জীবন চারণই সংস্কৃতি।সবশেষে আমন্ত্রিত দলের হাতে উৎসব স্মারক তুলে দেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।

[wps_visitor_counter]