ঠাকুরগাঁওয়ের গ্রামে গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ধামের গান

প্রকাশিত : অক্টোবর ১১, ২০২২ , ৮:৩৯ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা পূজার তিনদিন পর অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। আর লক্ষী পূজার পরের দিন থেকে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মন্দিরগুলোতে শুরু হয় ঐতিহ্যবাহী ধামের গান। আর গ্রামগুলোতে এ ঐতিহ্যবাহী ধামের গান সকল বয়সীদের বিনোদনের রসদ যোগায়। কেননা এ গানে পুরুষেরা নারী সেজে তাদের নাটকের চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলে। প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না নারী বেশে অভিনয় করা মানুষটি আসলে পুরুষ না নারী! গ্রাম্য ভাষায় এসব নারী সেজে বিনোদন প্রদানকারীদের ডাকা হয় ‘ছুকরী’ হিসেবে। প্রতিবছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাশিডাঙ্গা লক্ষ্মীর ধামে আয়োজন করা হয় ‘ধামের গানের আসর’। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় নারী-শিশু, কিশোর-যুবক ও বয়োবৃদ্ধরা ধামের গানের আসরের চারদিকে মনোযোগ দিয়ে রাণীশংকৈল উপজেলা থেকে আগত আর.এফ.এল যুব সংগঠন দলের পরিবেশিত “বিজয় বসন্ত” নামক যাত্রাপালাটি উপভোগ করছে। আর ধামের আসরের চারপাশে বসেছে মেলা-এ যেনও এক অন্যরকম পরিবেশ। কথা হয় যাত্রাদলের পরিচালক নারদ রায়ের সাথে, তিনি জানান, প্রতি বছরই তার দল জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে ধামের গানের আসর পরিচালনা করে।তার দলে রয়েছে মোট ২৫জন সদস্য।নাটকের চরিত্র ভেদে এদের মধ্য থেকে কেউ নারীর পোশাকে যাত্রায় অভিনয় করে।তিনি জানান, তারা চুক্তিতে নাটক পরিবেশন করেন এবং নাটক পরিবেশনের উপর ভিত্তি করে ৭-১০ হাজার টাকা করে পান একেকটি ধামের আসর থেকে। ধামের গান দেখতে আসা সীতা রায় ও উর্মি রায় জানান, প্রতি বছর তারা এ ধামের গান বেশ উপভোগ করেন। বিশেষ করে রাত জেগে ধামের গান শোনার অনুভূতিগুলো বেশ হৃদয়-স্পর্শী হয় বলে জানান তারা।
কাশিডাঙ্গা এলাকার বাসিন্দা রবীন্দ্র নাথ রায় ও অদ্বৈত চন্দ্র মন্ডল জানান, প্রায় ৭০ বছর ধরে সেখানে ধামের গান হয়ে আসছে। এ আসরকে ঘিরে এলাকায় ৪-৫দিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কাশিডাঙ্গা ধামের গান আয়োজক কমিটির সভাপতি মহাদেব চন্দ্র মন্ডল জানান, ধামের গানের আসর আমাদের পূর্বপুরুষদের আমল থেকে হয়ে আসছে। মূলত; লক্ষ্মী পূজার পরের দিন থেকে এ আসর বসে। এবার সোমবার রাত হতে শুরু হয়েছে চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। আসরে এবার ১২-১৫টি দল অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

[wps_visitor_counter]