ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৬০হাজার ৬৩৭

প্রকাশিত : নভেম্বর ৫, ২০২২ , ৭:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ৮৯টি কেন্দ্রের মাধ্যমে ময়মনসিংহ বোর্ডে এবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৭৮৪ জন ছাত্র এবং ৩০ হাজার ৮৫৩ জন ছাত্রী। ছাত্রের চেয়ে ছাত্রীসংখ্যা এক হাজার ৬৯ জন বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ময়মনসিংহ জেলায়, আর সবচেয়ে কম শেরপুর জেলায়। গত বছরের তুলনায় এবার ১০ হাজার ৩০৪ জন কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামীকাল ৬ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তথ্যে আরো জানা যায়, ময়মনসিংহ জেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ হাজার ৯২০ জন পরীক্ষার্থী ৩৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ১৫ হাজার ১১৭ জন ছাত্র এবং ১৪ হাজার ৮০৩ জন ছাত্রী। নেত্রকোনা জেলার ৪৭টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০৭ জন ছাত্র এবং পাঁচ হাজার ৫০৩ জন ছাত্রী। জামালপুর জেলার ৭৫টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছয় হাজার ১৫৪ জন ছাত্র এবং ছয় হাজার ৮২৩ জন ছাত্রী। শেরপুর জেলার ২৯টি প্রতিষ্ঠানের সাত হাজার ৩০ জন পরীক্ষার্থী সাতটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে তিন হাজার ৩০৬ জন ছাত্র এবং তিন হাজার ৭২৪ জন ছাত্রী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল জানান, ইতোমধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোর্ডের একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বোর্ডে কন্ট্রোল-রুম চালু থাকবে।

[wps_visitor_counter]