শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : নভেম্বর ১২, ২০২২ , ৬:০৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাজধানীর পল্টনে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ কনফারেন্স হলে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক সচিব, তথ্য মন্ত্রণালয়। সভায় প্রধান আলোচক ছিলেন, জনাব এম, এ, মান্নান মুনীর, অধ্যক্ষ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম কাদের এবং ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিরিন সুলতানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এইচ, এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুর রহমান, চেয়ারম্যান সভাপতি মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুনর্বাসন সোসাইটি। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়া মহাসচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুনর্বাসন সোসাইটি। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্টু মোল্লা এবং ওয়াহিদ মুরাদ, কবি, লেখক ও গবেষক। ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশনের বিশেষ প্রতিনিধি, কবি, কথা সাহিত্যিক ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার মোঃ ইউসুফ আলী গাজী। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। ওই অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতি করেন মোঃ ইউসুফ আলী গাজী। মুক্তা পারভীন, কবি ও কথা সাহিত্যিকসহ আরও অনেকে। এছাড়াও সম্মাননা স্মারক গ্রহণ করেন সূধীজনের মধ্যে ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশনের বিশেষ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী গাজী ও ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশনের জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক, কবি ও কলামিস্ট মোঃ জাকির হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরেন্দ্র নাথ বসু, সাবেক পরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর। অনুষ্ঠানে মা সেবা প্রকাশন থেকে দুটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে একটি লিপি হালদারের লেখা “সুখের মত দুঃখ যত” ও অপরটি শামীম ইয়াসমীন বন্যার লেখা “নীল প্রজাতির কাব্য “। অনুষ্ঠানে বক্তারা শেরে বাংলা একে ফজলুল হকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলার ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। সভা-শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

[wps_visitor_counter]