বেগমগঞ্জের কাতু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : নভেম্বর ১২, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ছায়েদুল হক-রুহুল আমিন কাতু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীর হক শপিং মলের পৃষ্ঠপোষকতায় ও শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় সকালে একযোগে উপজেলা ৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক মোরশেদুল আমিন ফয়সল। এ সময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি কাজী মমিন হোসেন আরজু, সাধারণ সম্পাদক আবদুল আলিম সুজন, শিক্ষক নেতা মোজাম্মেল হক, সাংবাদিক ইয়াকুব নবী ইমনসহ অনেকে। পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক মোরশেদুল আমিন ফয়সল জানান, ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে পূর্ব পুরুষদের স্মরণে এই বৃত্তি পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষার প্রধান পরিচালক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, এবার ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ৩১৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্ট-পুল, সাধারণ ও ইউনিয়ন কোট মিলিয়ে ১৫০ জন অংশ গ্রহণকারী শিক্ষার্থী বৃত্তি পাবে।

[wps_visitor_counter]