জিপিএ ৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২২ , ১০:০১ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ‘ডেটল খেয়ে’ আত্মহত্যা করেছে শতাব্দী দত্ত নিঝুম নামে এক ছাত্রী। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থী চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় (সোমবার ফল প্রকাশিত) জিপিএ-৪.৮৭ পেয়েছিল। সোমবার (২৮ নভেম্বর) গফরগাঁও পৌর শহরের পন্ডিতপাড়া এলাকায় ভাড়া বাসায় ডেটল খেয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে। নিহত শতাব্দী দত্ত নিঝুমর্ উপজেলার বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল দত্তের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের ছাত্রী শতাব্দী দত্ত পৌর শহরের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাবে।কিন্তু প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৪.৮৭ পেয়েছে। নিহতের প্রতিবেশীরা জানান, এসএসসি পরীক্ষার রেজাল্টে জিপিএ-৪.৮৭ পাওয়ার পর শতাব্দী দত্ত কান্নায় ভেঙে পড়ে। সোমবার দুপুরের দিকে নিজের রুমে গিয়ে প্রচুর পরিমাণ ডেটল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনাটি তাৎক্ষণিক তার মা বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহম্মেদ এ সত্যতা নিশ্চিত করেছেন।

[wps_visitor_counter]