নওগাঁয় পত্নীতলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২২ , ৭:৫২ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁ জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে পত্নীতলায় উপজেলার নজিপুর-নওগাঁ সড়কের পুইঁয়া এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন (সেলিম), প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প, বস্ত্র অধিদপ্তর মোঃ মাহাবুবুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল রাজশাহী মোহাম্মদ ফজলুল হক, নিবার্হী প্রকৌশলী নওগাঁ গণপূর্ত বিভাগ মোঃ আল মামুন হক, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, প্রকৌশলী নিরঞ্জন কুমার দেবনাথ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]