চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই সরবরাহ শুরু

প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২২ , ৬:৫০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যবই সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির পাঠ্যবই সরবরাহ করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, উপজেলার ৭১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১ টি বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে বাকী বিদ্যালয়ে পাঠ্যবই সরবরাহ করা হবে। আগামী ১ জানুয়ারি বই উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১০ দিন আগেই সকল বিদ্যালয়ে নতুন পাঠ্যবই পৌঁছানো হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষে জেলায় নতুন পাঠ্যবইয়ের চাহিদা দেয়া হয়েছে ৭ লক্ষ ১৪ হাজার ৫৪০। এরমধ্যে এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য ২ লক্ষ ৪৭ হাজার ৯৩০, দাখিলের জন্য ৫ লক্ষ ৪৭ হাজার ৭৪০, মাধ্যমিকের জন্য ১৮ লক্ষ ৯৪০ এবং ভোকেশনালের জন্য ৩৯ হাজার ৫৬০টি পাঠ্যবই। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৭ লক্ষ ১৪ হাজার ৫৪০টি চাহিদার বিপরীতে পাঠ্য বই পেয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৮২০টি। যা চাহিদার ২২ ভাগ মাত্র। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, বাকি বই যথাসময়ে পেয়ে যাবেন এবং ১ জানুয়ারি বই উৎসবে উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিবেন।

[wps_visitor_counter]