চাঁপাইনবাবগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বসন্ত আসলেই গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি আর বিভিন্ন উৎসবে মেতে ওঠে। এ ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে এবারো নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতির চর্চা পরিচয় ও লালন-পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিল্পকলা একাডেমীর আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। পরে নাচ-গান, বাহারি নকশা আর মজাদার পিঠা নিয়ে জমে উঠে এ উৎসব। মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক ছাদ বাগানে ফলক উন্মোচন করেন এবং বিভিন্ন রকমের তৈরি পিঠার স্টল পরিদর্শন করেন তিনি।

[wps_visitor_counter]