নোবিপ্রবিতে বার্ষিক এথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত : মার্চ ৭, ২০২৩ , ১২:১৮ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বার্ষিক এথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রকটর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রুবেল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি ও ইংরেজি বিভাগের প্রভাষক নুসরাত জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের তরুণরা খেলাধুলায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে এই প্রত্যাশা করি। একই সঙ্গে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতার সাথে জীবনযাপন করতে হবে। তবেই একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। আমি আশা করবো প্রতিবছর এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হবে, এখান থেকেও জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ সৃষ্টি হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীরা প্রধান অতিথির সম্মুখে মনোজ্ঞ দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।পরে নোবিপ্রবি বার্ষিক এথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্টার রাহয়ান কায়সার হাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

[wps_visitor_counter]