বাংলাদেশী চিকিৎসা কর্মীদের নিয়োগ দিতে কুয়েতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : জুন ৭, ২০২২ , ১০:৫২ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশী মেডিকেল টেকনিশিয়ান, নার্সসহ আরো অধিকসংখ্যক চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াৎ তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জনশক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানী ও উন্নয়ন প্রকল্পগুলোতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন। কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমুখী ফোরামের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উভয় দেশের পারস্পারিক স্বার্থে আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।

[wps_visitor_counter]