শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১১:০৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং চিন্তা চেতনা অত্যাধুনিক। তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে চাই। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে আইইবি কাউন্সিল হলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে “উন্নত বাংলাদেশের রূপকার, সারা বিশ্বের বিস্ময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে চেয়েছিলেন। তাঁরই আদর্শ হৃদয়ে ধারণ করে শেখ হাসিনা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আদর্শের কোনো মৃত্যু হয় না। বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে নিঃশেষ করতে পারেনি। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকরের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টাকে সকলে সাধুবাদ জানিয়েছে । বাকি ঘাতকদেরও ফাঁসি কার্যকর হবে বলে এদেশের মানুষ আশাবাদী। প্রতিমন্ত্রী এ সময় দেশ গড়ার কারিগর প্রকৌশলীগণ শেখ হাসিনার পাশে থেকে ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, আইইবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

[wps_visitor_counter]