জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে হবে

প্রকাশিত : অক্টোবর ৫, ২০২২ , ৭:০৫ অপরাহ্ণ

শরীয়তপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ। এই কাজে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় সেবার মান নিশ্চিত করতে হবে। বুধবার শরীয়তপুরের সখিপুরের চরভাগায় নিজ বাসভবনে নড়িয়া ও সখিপুরের ২৪ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরো কার্যকর করতে হবে। বয়স্কভাতা ও বিধবাভাতাসহ সকল সেবার মান আরো বাড়াতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

[wps_visitor_counter]