বাংলাদেশ ও ব্রুনাই এর মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে স্মারক স্বাক্ষর

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২২ , ১০:৫৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই দারুসসালাম-এর সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ-এর উপস্থিতেতে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাই দারুসসালামের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রী দাতো সেরি সেটিয়া ডাঃ হাজী মোঃ আমিন লিউ বিন আবদুল্লাহ (DATO SERI SETIA DR HAJI MOHD AMIN LIEW BIN ABDULLAH) স্বাক্ষর করেন। ৯ টি আর্টিকেল সংবলিত এই সমঝোতা স্মারকটি ৫ বছর মেয়াদি এবং স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে সরকার-টু-সরকার (G2G) ব্যবস্থার মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার মেয়াদ ছিল দুই বছর।

[wps_visitor_counter]