বাংলাদেশে তৈরি বাইসাইকেল এখন ইউরোপের দেশগুলোতে জনপ্রিয়

প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২২ , ৪:৪৪ পূর্বাহ্ণ

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশ এগিয়ে চলছে। দেশে একের পর এক দেশি-বিদেশি কলকারখানা গড়ে উঠছে। দেশে এখন আর্ন্তজাতিক মানের পণ্য উৎপাদিত হচ্ছে। তৈরিপোশাকের পাশাপাশি আইসিটি, চামড়া, পাট, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির ওপর বিশেষ গুরুত্বদেয়া হয়েছে। বাংলাদেশের লাইট ইঞ্জনিয়ারিং পণ্য বাইসাইকেল ইউরোপীয়ন ইউনয়িনসহ উন্নত বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয়। এ সেক্টরের গুরুত্ব অনেক বেরে গেছে।
মন্ত্রী বৃহস্পতিবার রংপুর জেলার গঙ্গাচরা উপজেলায় আরএফএল গ্রুপের বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, সে গতি অব্যাহত থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নতদেশে পরিণত হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপ দেশে মানুষের চাহিদা পূরণে গুরুত্বর্পূণ ভূমিকা রেখে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারতসহ বিভিন্ন দেশে এ গ্রুপের পণ্য বেশ জনপ্রিয়। দেশের র্অথনীতি মজবুত করতে এ গ্রুপ অবদান রাখছে। দেশের বিভিন্ন স্থানে এ গ্রুপের কলকারখানা গড়ে তুলেছে, সে কারণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা র্অজন করা যাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর সভাপতিতে¦ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরির্দশক মোহা. আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনিন, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং আরএফএল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আরএন পাল।
উল্লেখ্য, প্রাণ-আরএফএল গ্রুপ রংপুর জেলার গঙ্গাচরা উপজেলায় ৭০ হাজার র্বগফুট কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। এটি প্রাণ-আরএফএল গ্রুপের দ্বিতীয় বাইসাইকেল ফ্যাক্টরি। প্রাণ-আরএফএল গ্রুপে উৎপাদিত বাইসাইকেল র্বতমানে ইংল্যান্ড, নেদারল্যান্ড, ডেনর্মাক, জার্মানী, অস্ট্রিয়া, বেলজিয়ামসহ ১৫টি দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৪ সালে প্রাণ-আরএফএল গ্রুপ হবগিঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রথম বাইসাইকেল ফ্যাক্টরি চালু করে। এর আগে মন্ত্রী রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৫ নং বালাপারা ইউনিয়ন পরিষদের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডি করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে ভরতুকি মূল্যে চিনি, মশুরডাল এবং সয়াবিন তেল এর মাসিক বিক্রয় র্কাযক্রমের উদ্বোধন করেন। মন্ত্রী পরে কাউনিয়া উপজেলার সরকারি র্কমর্কতাদের সাথে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখা ও কাউনিয়া কলেজ ছাত্রলীগের সম্মেলনে যোগদান করনে।

[wps_visitor_counter]