বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি রফতানি বন্ধ ঘোষণা

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৩ , ৯:৫২ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ঘোষণা করেছে বন্দরের আমদানি-রফতানি কারক গ্রুপ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারো ঈদে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধের এই সিদ্ধান্তে বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি- রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

[wps_visitor_counter]