বিজয়কে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে

প্রকাশিত : আগস্ট ৭, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ

আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয়কে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যেন প্রশাসনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন, সে আহ্বান জানাবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিতেও অনুরোধ জানাচ্ছি।

[wps_visitor_counter]