মোঃ আতিকুর রহমান, প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ)
বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।