বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সুইডিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত : মে ১৮, ২০২২ , ১০:৫৫ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে বুধবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের হাইকমিশনার আলেকজান্ডা বার্জ ভন লিন্ডে (Alexandra Berg Von Linde)- এর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন । এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নবায়ণযোগ্য জ্বালানি ও সুইডেনের অবস্থান নিয়ে আলোচনা করেন। সুইডিশ কোম্পানি H&M এর Yosef El Natour জলবায়ু পরিবর্তন, জ্বালানি, নাবায়ণযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর ও রিসাইক্লিনিং এবং কার্বন ইমিউশন ও এর প্রতিকার নিয়েও আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লিন এনার্জির প্রসারে কাজ করছে। কার্বন ইমিউশন বাংলাদেশ খুবই কম করে অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কার্বন ট্রেডের আওতায় এখানে বিনিয়োগ হতে পারে যাতে কম মূল্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ পাওয়া যায়। ফুয়েল মিক্সে ক্লিন এনার্জি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এইচএন্ডএম এবং সুইডেন স্রেডার (SREDA) এর সাথে সমন্বয় করে অংশীদারিত্বের ভিত্তিতে এগুলো বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানি বা সবুজ রূপান্তর আরো দ্রুত হবে। এ সময় পরিবেশবান্ধব জ্বালানি এবং সংশ্লিষ্ট খাতে কারিগরি ও প্রযুক্তি সহায়তা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় প্রতিনিধিদলে অন্যান্যের মাঝে সুইডিশ অ্যাম্বাসির প্রথম সচিব Anna Svantession, কন্ট্রি ম্যানেজার Ziaur Rahman, এইচএন্ডএম-এর পাবলিক অ্যাফেয়ার ম্যানেজার Masarrat Quade, এইচএন্ডএম-এর এনভর্নমেন্ট প্রোগ্রাম ম্যানেজার Tanzida Islam ও এইচএন্ডএম-এর পাবলিক অ্যাফেয়ার ম্যানেজার Nusrat Chowdhury উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]