শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৫-তম শাখা উদ্বোধন

প্রকাশিত : মে ৩১, ২০২২ , ৯:২৯ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মন্ত্রী মঙ্গলবার শিবচরের নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৫ তম শাখার উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, এই ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যে লক্ষাধীক প্রবাসী কর্মীর সেবা গ্রহণ করেছে। বিদেশগামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক ভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রবাসী ভাইদের পাঠানো বৈদেশিক মুদ্রারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ এর চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর- ই- আলম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক।

[wps_visitor_counter]