আমাদের জীবনমান উন্নয়নের ‘আলাদিনের চেরাগ’ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : জুন ২, ২০২২ , ১২:২৯ অপরাহ্ণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

বোচাগঞ্জ (দিনাজপুর), ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। এসডিজি’র অনেকগুলো লক্ষ‍্য আছে সেখানেও এগিয়ে যাচ্ছে। এসডিজি’র অনেক বিষয়ে বাংলাদেশের অগ্রগতি আছে; এক্ষেত্রে পৃথিবীর পাঁচটি দেশের মধ‍্যে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে দিনবদলের সনদ ঘোষণা করেছিলেন। ২০২১ সালে বাংলাদেশ মধ‍্যম আয়ের দেশ হবে তার একটি প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছিলেন। ধারাবাহিকভাবে তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার কারণে ২০২১ সালের আগেই প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ‍্য অর্জন করেছি। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ‍্যগুলো অর্জন করেছি।
প্রতিমন্ত্রী বুধবার দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জে আবদুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ‍্যে অবহিতকরণ” কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা বিষয়ক পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। অপরাধ করে ৪০ বছর যারা দাপিয়ে বেড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এ জিনিসটি এখন বাংলার মানুষের বিশ্বাস হয় যে, অপরাধ করে পার পাওয়া যাবে না। আইনের শাসন দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মূল চালিকাশক্তি। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকায় দেশ আজ দরিদ্রতাকে জয় করে মধ‍্যম আয়ের দেশে উন্নীত, ২০২৪ সালে উন্নত দেশের কাতারে চলে আসবে। সেভাবেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একসময় বাংলার মানুষের খাদ্যের নিরাপত্তা ছিল না; পুষ্টিতো পরের কথা। ‘আলাদিনের আশ্চর্য চেরাগের’ মতো এখন আমাদের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। এ ‘আলাদিনের আশ্চর্য চেরাগ’ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী বলেন, খাদ‍্যে নিরাপত্তার পর আমরা এখন পুষ্টির দিকে নজর দিচ্ছি। মা ও শিশুর স্বাস্থ‍্য সুরক্ষায় অবহেলা করা যাবে না। এক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। বাল‍্যবিবাহ কমাতে হবে। স্বাস্থ‍্য ও পরিবার কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিমন্ত্রী এর আগে সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে, তিনি বোচাগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বোচাগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ, ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও ইশানিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, দৌলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বাজনিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

[wps_visitor_counter]