প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

প্রকাশিত : জুন ৪, ২০২২ , ৫:১৭ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৪ জুন) সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ঢাকা মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামালসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

[wps_visitor_counter]