জাপানের সাথে এফটিএ স্বাক্ষরের কার্যক্রম শুরু করা প্রয়োজন

প্রকাশিত : জুন ৫, ২০২২ , ১০:৫৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং উন্নয়ন সহযোগী। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং বিনিয়োগের অংশীদার। জাপানের সাথে এফটিএ বা ইপিএ স্বাক্ষরের বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করার সময় এসেছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। রবিবার ঢাকায় হোটেল লেকশোর এ জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত ‘দি সার্ভে অন এফটিএ/ইপিএ বিটুইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পর বিভিন্ন দেশের সাথে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বা ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) এর মতো চুক্তি করে বাণিজ্য সুবিধা আদায়ের প্রচেষ্টা শুরু করেছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের সাথে এফটিএ স্বাক্ষর করেছে। বাংলাদেশ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার কানাডা, জাপান, চায়না, ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া, অষ্ট্রেলিয়া এবং রাশিয়ার সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ দেশের সাথে এ ধরনের বাণিজ্যচুক্তি স্বাক্ষরের নির্দেশনা দিয়েছেন। এতে বাংলাদেশ সাময়িকভাবে শুল্ক হারালেও দীর্ঘমেয়াদে লাভবান হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন খুবই আকর্ষণীয় স্থান। বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ উন্নত এবং উন্নয়নশীল দেশের সাথে প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ যে সকল দেশে রপ্তানি বেশি করে সে দেশগুলোর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাপানের এম্বাসেডর নাওকি ইটো (Naoki ITO), বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজার আকতার। সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেটরো ঢাকা এবং জেবিসিসিআই এর পরিচালক এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি আনদো (Yuji Ando). প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক, জেবিসিসিআই এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এন্ড সিইও মাসরুর রেজা, জাপানিস কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট মাইয়ংহো লি (My ungho LEE), সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেবিসিসিআই এর প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী। সেমিনারের মডারেটরের দায়িত্ব পালন করেন জেবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল তারেক রাফি ভূঁইয়া জান।

[wps_visitor_counter]