শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ পরিস্থিতি মোকাবিলা সম্ভব হচ্ছে

প্রকাশিত : জুন ৬, ২০২২ , ৭:১৩ অপরাহ্ণ

আবুল হাসানাত আবদুল্লাহ্, সংগৃহীত চিত্র।

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মানব সভ্যতাকে এক চরম বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে। চলমান রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ ও করোনার প্রভাব বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান ও দ্রব্যমূল্যসহ সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর দিকনির্দেশনা, অক্লান্ত পরিশ্রম ও সময়োচিত সাহসী সিদ্ধান্তের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এর সভাপতিত্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সেরালে সোমবার তাঁর বাসভবন চত্বরে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আসন্ন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন অনুষ্ঠান সফল, বিএনপি কর্তৃক রাজনীতির নামে অপতৎপরতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের কার্যক্রম আরো জনকল্যাণমুখী এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরার সঠিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

[wps_visitor_counter]