সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ১১, ২০২২ , ৭:৪৯ অপরাহ্ণ

সুজানগর পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল ওহাব সভাপতি (বামে) ও সুজানগর উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শাহিন সাধারণ সম্পাদক(ডানে)।

আবদুল জব্বার, উত্তরাঞ্চল প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাবনা জেলার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সুজানগর পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল ওহাব সভাপতি ও সুজানগর উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শাহিন সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জুন) দুপুরে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সুজানগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর আগত ডেলিকেটদের সমর্থনে পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এর আগে সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, দেশী বিদেশী নানা ষড়যন্ত্র উৎরিয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গা জ্বালা ধরা বিএনপি যদি পদ্মা সেতু দিয়ে পাড় হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে ফেরির ব্যবস্থা করা আছে। পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুর রহমান আরও বলেন, বিনা পয়সায় শতভাগ করোনার টিকা দিয়ে আওয়ামীলীগ প্রমাণ করেছে জনগণের সরকার। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে কম বিরোধিতা করা হয়নি। তবুও পদ্মা সেতু নির্মাণে পিছপা হননি তিনি। এর সফল বাস্তবায়ন করেছেন। এই সফলতায় তাদের গা জ্বালা শুরু করেছে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ আসনের নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু প্রমুখ।
সম্মেলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামীলীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেয়া হয়।

[wps_visitor_counter]