All Menu/p>

কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সেফাউল মুলক নির্বাচিত

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে নিয়ে ১৬হাজার ৫শ ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে মোঃসেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪শ ৮৪ ভোট। এর আগে বুধবার(১৫ জুন) সকাল ৮ টা থেকে ভোট-গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিরতিহীন ভোট-গ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোট-গ্রহণ হওয়ায় কম সময়ে সহজেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোট-গ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট-গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এতে ১৬ হাজার ৫ শ ৯১ ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮হাজার ৪শ ৮৪ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top