শিবগঞ্জ জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

প্রকাশিত : জুন ২৬, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহী আয়োজনে ও উপজেলা জেলা প্রশাসন এবং সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে রবিবার সকাল ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত কর্মশালায় জন-সচেতনতা বৃদ্ধির লক্ষে জালনোটের বিভিন্ন বিবরণ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ম্যানেজার পিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাদিকুল ইসলাম। বক্তব্য রাখেন, মুখ্য আলোচক ও যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী মোঃ মোতাহার হোসেন, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, রাজশাহী সাদ্দাম হোসেন, বক্তারা জাল নোটের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর-মুক্তিযোদ্ধা-গন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সূধীজনরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]