ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

প্রকাশিত : জুলাই ২৩, ২০২২ , ৬:৫৫ অপরাহ্ণ

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার বাংলাদেশ সময় রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান তাঁর শোকবার্তায় বলেন, গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার নির্বাচিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনকারী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলে রাব্বী মিয়ার মৃত্যু এক বর্ণাঢ্য কর্মময় রাজনীতিকের শিক্ষণীয় জীবনাবসান।

[wps_visitor_counter]