বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২ , ৬:২৭ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা পৌর শহরের ঢাকা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ও দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেস কুন্ডুর সভাপতিত্বে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম মানিক, মেহেদী হাসান, আব্দুর রহমান রয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম মুকুট, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আমেনা বেগম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ।

 

[wps_visitor_counter]