ঝিনাইদহে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : আগস্ট ৭, ২০২২ , ৮:৪৯ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলায় এক প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা নিহত, জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষক দলের নেতাকর্মীরা স্লোগান দেন- ‘নূরে আলম-আবদুর রহিমের রক্ত, বৃথা যেতে দেব না’। জেলা কৃষক দলের আয়োজনে রবিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি এমএম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাবলুর রহমার লাবলু প্রমুখ বক্তব্য দেন। বক্তারা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি করায় দেশব্যাপী হাহাকার চলছে। দেশ পরিচালনায় এই ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন তারা।

[wps_visitor_counter]